আম্বেদকর সম্মাননা যাত্রা সারা দেশের সঙ্গে রাজ্যেও করবে প্রদেশ কংগ্রেস

আগরতলা : আম্বেদকর সম্মাননা যাত্রা সারা দেশের সঙ্গে রাজ্যেও করবে প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার হবে এই যাত্রা। মিছিল শেষে স্মারকলিপি পাঠানো হবে রাষ্ট্রপতির উদ্দেশ্যে। আম্বেদকর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী আন্দোলনে কংগ্রেস। দলের সর্বভারতীয় কংগ্রেস কমিটির ডাকে মঙ্গলবার থেকে শুরু হবে আম্বেদকর সম্মাননা যাত্রা। ২৯ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচী চলবে। রাজ্যেও প্রদেশ কংগ্রেসের তরফে এই মিছিল সংগঠিত করা হবে। পাশাপাশি রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠানো হবে স্মারকলিপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের সহ-সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ। উপস্থিত ছিলেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সহ- সভাপতি বলেন,ভারতের নিপীড়িত- শোষিত মানুষের মুক্তিদাতা হচ্ছেন ডঃ বি আর আম্বেদকর। এই আম্বেদকরের অবমাননার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজ্যে হবে সম্মাননা যাত্রা। তিনি আরও জানান, ২৬ ডিসেম্বর জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। মহাত্মা গান্ধী যেভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন, তাকে সম্মানজনকভাবে স্মরণ করার জন্য সারা দেশে কংগ্রেস কর্মসূচী আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ২৮ ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেদিন কংগ্রেসের ১৪০ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে দেশে। রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে বলে জানান শান্তি রঞ্জন দেবনাথ। এছাড়াও বিভিন্ন বিষয় এদিন তুলে ধরেন নেতৃত্ব।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে