বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

IMG 20241226 WA0043

আগরতলা : বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি-র উদ্যোগে দলীয় কার্যালয়ে বীরবাল দিবস উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস, সম্পাদক তাপস মজুমদার, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। এদিন প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় দেশের জন্য আত্মবলিদান দেওয়া দুই বীর শিশুকে। বিধায়ক ভগবান দাস বলেন সারা দেশজুড়ে বীরবাল দিবস উদযাপন করা হচ্ছে। গুরু গোবিন্দ সিং-এর দুই বীর পুত্রের ইতিহাস অনেকেই জানেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ইতিহাসকে সকলের সামনে তুলে ধরার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরও জানান বীরবাল দিবস উপলক্ষে প্রদেশ বিজেপির উদ্যোগে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়