মুখ্যমন্ত্রীর আহ্বানে রক্তের সংকট নিরসনে এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা- মেয়র

আগরতলা : মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের ১২ টি সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন সংগঠন এবং সামাজিক সংস্থা এগিয়ে এসেছে। রাজধানীতে এক রক্তদান শিবিরে একথা বললেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রবিবার রাজধানী অঙ্গসঞ্চালনী ক্লাব প্রাঙ্গনে এক রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। শিবিরের উদ্বোধন করে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, নির্বাচনের কারণে রক্তের সংকট দেখা দেয় ব্ল্যাড ব্যাংক গুলির মধ্যে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিভিন্ন সংগঠন, সামাজিক সংস্থা সহ সকল অংশে মানুষকে রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন। একই সাথে অঙ্গ সঞ্চালনী ক্লাবও রক্তদানে এগিয়ে এসেছে। অঙ্গ সঞ্চালনী ক্লাব শুধু রক্তদান ও স্বাস্থ্য শিবিরে সীমাবদ্ধ নয়। সারা বছরই তারা খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। দীপক মজুমদার আরও বলেন রক্তের বিকল্প নেই। যারা রক্তদান করছে তারা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে।এদিন শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস