রবীন্দ্র ভবনে শুরু হল দুই দিন ব্যাপী নর্থ ইস্ট জাপান ক্যারাভান

আগরতলা : দুই দিন ব্যাপী নর্থ ইস্ট জাপান ক্যারাভান শুরু হল রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।অনুষ্ঠানের উদ্বোধন হয় শনিবার। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, দিল্লিস্থিত জাপানের দূতাবাসের প্রথম সচিব এবং জাপান ফাউন্ডেশনের অধিকর্তা সহ অন্যরা। সেখানে পরিবেশিত হবে ত্রিপুরা ও জাপানের শিল্প- সংস্কৃতি। এটি হল জাপানি সংস্কৃতি এবং শিল্পের বিভিন্ন দিক উপস্থাপনের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রদর্শন করা হবে ত্রিপুরিদের পাশাপাশি জাপানি সাংস্কৃতিক ধারা। এদিন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ত্রিপুরার শিল্পীরা। অনুষ্ঠানের দ্বিতীয় দিনেপরিবেশন হবে ত্রিপুরার জনজাতিদের লোকনৃত্য, মার্শাল আর্ট ‘জুডো’ প্রদর্শন। পাশাপাশি থাকবে জাপানের বাঁশ- বেত শিল্পের প্রদর্শন। এই অনুষ্ঠানে ত্রিপুরা ছাড়াও জাপানের প্রতিনিধিরা অংশ নেন। বেশ উৎসাহ লক্ষ্য করা যায় তাদের মধ্যে।থাকবে বিভিন্ন প্রদর্শনীও।

Related posts

বাজেটের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গুণকীর্তন মুখ্যমন্ত্রীর

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠতে প্রস্তুত সকলে

এসি থেকে মেট্রো বাজারে আগুন, অল্পেতে রক্ষা