দুইদিন ব্যাপী শিশু উৎসবের সূচনা হল রামনগর ৮ নং রোডস্থিত নবজাগরণ ক্লাবের

আগরতলা : দুইদিন ব্যাপী শিশু উৎসবের সূচনা হল শনিবার রাজধানীর রামনগর ৮ নং রোডস্থিত নবজাগরণ ক্লাবের। শনিবার দুদিন ব্যাপী শিশু উৎসবের অঙ্গ হিসাবে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় চার শতাধিক শিশু এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ক্লাব সভাপতি গৌতম রায়, সম্পাদক বিষ্ণুপদ ধর সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার শিশু উৎসব আয়োজন করার জন্য নব জাগরণ ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান।এদিন উদ্বোধনী দিনেই উৎসবকে কেন্দ্র করে শিশুদের মধ্যে দারুণ সাড়া পড়ে।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়