রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে ৫ বাম দলের গণঅবস্থান

abhishekdebbarma <ABHISHEK

আগরতলা : কর্পোরেট স্বার্থবাহী বাজেটের বিরোধিতায় গণঅবস্থান বামেদের। রাজ্যেও ৫ টি বাম দল সিপিআইএম, সিপিআই,আরএসপি,ফরওয়ার্ড ব্লক সিপিআইএম এল যৌথ ভাবে বাজেটের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। শুক্রবার ৫ বাম দল ওরিয়েন্ট চৌমুহনীতে গণঅবস্থান সংগঠিত করে। বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মী-সমর্থকরা অংশ নেন।উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, বাম নেতৃত্ব মিলন বৈদ্য, জয়গোবিন্দ দেবরায়, পরেশ সরকার, পার্থ কর্মকার সহ অন্যরা। বাজেটের বিরোধিতা করে আলোচনা করতে গিয়ে মানিক সরকার বলেন,ডলারের তুলনায় টাকার দাম বর্তমানে অনেক কমে গেছে। তিনি মন্তব্য করেন মানুষকে লুন্টন করে সম্পদ বিত্তবানরা পাহাড়ে পরিণত করেছে। এর উপরে কেন্দ্র সরকারকে সম্পদ কর বসাতে হবে হবে। কাজেই জনস্বার্থবাহী কর্মসূচী রুপায়ন করতে গেলে পরে সরকারের অর্থভাণ্ডারকে শক্তিশালী করতে হলে বিত্তবানদের কাছ থেকে সরকার কেন আর্থিক আয়ের ব্যবস্থা করবে না। কিন্তু এবারের বাজেটে কেন্দ্রের সরকার পুঁজিপতিদের কেশাগ্র স্পর্শ করার চেষ্টা করেনি। বিজেপির ১০-১১ বছরের শাসনে দেশে পুজিপতির সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। সম্পদের পাহাড় চূড়ায় এখন তারা অবস্থান করছে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী