ড: বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার দেওয়া হয় রবীন্দ্র ভবনে

আগরতলা : ড: বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার দেওয়া হয় প্রতিবছর তপশিলি জাতি কল্যাণ দপ্তরের তরফে। এসসি পড়ুয়া যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে জায়গা করে নেন তাদের স্বর্ণপদক দেওয়া হয়। এছাড়া ষষ্ঠ থেকে নবম ও মাধ্যমিক,উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদেও মেধা পুরষ্কার দেওয়া হয়। এবছরের অনুষ্ঠান হয় শনিবার আগরতলা রবীন্দ্র ভবনে।এদিন অনুষ্ঠানে ছাত্র- ছাত্রীদের হাতে পদক ও আর্থিক পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ২০২৪ সালে মাধ্যমিকে প্রথম দশে এস সি – তিনজন, দ্বাদশে তিনজন স্থানাধিকারিকে স্বর্ণ পদক দেওয়া হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম বিভাগে উত্তীর্ণ ১২৮৮ জনকে পদক ও আর্থিক সাহায্য দেওয়া হয়। তাছাড়া নবম শ্রেণীর ১৭৪, মাধ্যমিকের ৫৬৭ ও দ্বাদশে প্রথম বিভাগে উত্তীর্ণদের পুরস্কৃত করা হয়। আলোচনা করতে গিয়ে মন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। কিভাবে এই অংশের ছেলে- মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে দপ্তর সাহায্য করে থাকেন তা তুলে ধরেন। তিনি বলেন, যাদের পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকার মধ্যে তাদের পরিবারের ছেলে- মেয়ে উচ্চশিক্ষা কিংবা প্রফেশন্যাল কোর্সে বাইরে পড়তে চাইলে দপ্তর আর্থিক ভাবে সাহায্য করে থাকে। এ ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে।উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা সহ অন্যরা।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী