আগরতলা : আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষ্যে বাড়ি ও প্রতিষ্ঠান গুলিকে আলোক মালায় সাজিয়ে তুলতে মোমের চাহিদা রয়েছে বেশ। আর এই চাহিদা অনুযায়ী জোগান দিতে মোম তৈরির কারখানা গুলিতে দিন রাত কাজ চলছে। শ্রমিকরা ব্যস্ত বিভিন্ন আকারের মোমবাতি তৈরিতে। রাজধানীর জয়নগর এলাকায় এমন একটি মোমবাতি প্রস্তুতকারী কারখানায় ধরা পড়ল কর্ম ব্যস্ততা। কারখানার মালিক জানান অন্যান্য বছরের তুলনায় এই বছর মোমের চাহিদা অর্ধেক। বাজারের অবস্থা খুবই খারাপ। ওনার কারখানায় বিভিন্ন আকারের মোম রয়েছে। মোমের মূল্যের উপর জিএসটি-র কোন প্রভাব পড়ে নি। কাচা মালের উপর আগের মতো ১৮ শতাংশ জিএসটি রয়েছে। তবে তৈরি করার মোমের উপর ৫ শতাংশ জিএসটি হ্রাস পেয়েছে। কিন্তু গত বছর যে পরিমাণ মোমের চাহিদা ছিল, এই বছর সেই রকম চাহিদা নেই।
দীপাবলি উৎসব উপলক্ষ্যে মোম তৈরির কারখানা গুলিতে দিবারাত্রি এক করে কাজ করে যাচ্ছে শ্রমিকরা
23