আগরতলা : লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে পূর্বাশা প্রাঙ্গনে আয়োজন করা হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল। এদিনের এই মেগা ফ্রী শপিং ফেস্টিভ্যালে প্রায় এক হাজার নারী-পুরুষের হাতে শাড়ি থেকে শুরু করে রান্নার তেল সহ গৃহস্থালির জিনিসপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, লায়ন্স ক্লাবের পক্ষে লায়ন্স পঙ্কজ কুমার পোদ্দার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির এই ধরনের উদ্যোগকে সাদুবাদ জানান। তিনি বলেন এই উদ্যোগ একটা অভিনব উদ্যোগ। সরকার সকল অংশের মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। সরকারের পাশাপাশি যারা মানুষের কথা ভাবে তারা লায়ন্স ক্লাবের মতো উদ্যোগ নিয়ে কাজ করে।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল
11