আগরতলা : ত্রিপুরার জন্য বরাদ্দ শুন্যপদে যাতে বাঁকাপথে বাইরের রাজ্যের ছেলেরা চাকরির সুযোগ নিতে না পারেন সেজন্য মুখ্যমন্ত্রীর সচিবের সঙ্গে দেখা করলেন রাজ্যের চাকরি প্রত্যাশীরা। দেশের বিভিন্ন রাজ্য থেকে স্টাফ সিলেকশন কমিশন জি ডি-র প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন আধা সাম্রিক বাহিনিতে ব্লক নিয়োগ করা হয়। বিভিন্ন রাজ্যের জন্য আলাদা লাদা পদ বরাদ্দ করা থাকে। কিন্তু সমস্যা দেখা দেয় ত্রিপুরার ক্ষেত্রে। অভিযোগ বাইরের দুয়েকটি রাজ্যের বেকাররা ত্রিপুরার স্তাহ্যি বাসিন্দার সার্টিফিকেট অবৈধ ভাবে বের করে সেই চাকরি নিয়ে নিচ্ছেন। এতে করে বঞ্চিত হতে হচ্ছে রাজ্যের ছেলেদের। এনিয়ে সরব হল রাঝ্যের ছেলেরা। এসব বন্ধে সোমবার ত্রিপুরার ছেলেরা মহাকরণের সামনে জড়ো হন। মুখ্যমন্ত্রীর সচিবের কাছে নিকট এক ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি ইন্টারভিউ শেষ হলেও মেডিকেল এখনো বাকি রয়েছে। SSC ইন্টারভিউতে উত্তীর্ণ সকাল ছেলেদের রেশন কার্ড, ভোটার কার্ড বাধ্যতামূলক করা হয়।
রাজ্যের ছেলেরা যাতে বঞ্চিত না হয় সেই দাবিতে মুখ্যমন্ত্রীর সচিবের দ্বারস্থ বেকাররা
169