আগরতলা : এবারের আগরতলা বইমেলায় পাওয়া যাবে ত্রিপুরার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণের লেখা দ্বিতীয় বই মাস্টার অব টাইম।২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জ্ঞান ও মননের উৎসব। এর আগে প্রাক উন্মোচন হল মাস্টার অব টাইম বইয়ের মলাটের। ত্রিপুরার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বর্তমান তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেববর্মণের এটি দ্বিতীয় লেখা বই। রবিবার আগরতলা উজির বাড়িতে ছোট পরিসরে এর আবরণ উন্মোচন হয়। রাজ পরিবারের সদস্য তথা সাহিত্যিক ধবল কৃষ্ণ দেববর্মণ-র হাত ধরে এর প্রাক-উন্মোচন হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মানস পাল, সিতাংশু রঞ্জন দে সহ অন্যরা। এবারের আগরতলা বইমেলার পি পি পাবলিকেশনে পাওয়া যাবে জিষ্ণু দেববর্মণের এই বইটি। বরিষ্ঠ সাংবাদিক সিতাংশু রঞ্জন দে বলেন, সাড়ে তিনশো পাতার বইয়ে অজস্ত্র দুস্প্রাপ্য ছবি যেমন রয়েছে, তেমনি রাজ অন্দরের পৌরাণিক থেকে আধুনিক কালের বিভিন্ন লেখা রয়েছে। যা কিনা জানা ছিল না। তিনি আরও জানান, অনেক দুস্প্রাপ্য বিষয় বইয়ে রয়েছে। পাশাপাশি তিনি জানান, বইয়ের মূল উন্মোচন অনুষ্ঠানটি পরে করা হবে।
সাহিত্যিক ধবল কৃষ্ণ দেববর্মণের হাত ধরে প্রাক-উন্মোচন মাস্টার অব টাইম-র
43