221
আগরতলা : নতুন বছর ২০২৪ সাল্কে স্বাগত জানাতে ভিন্ন ধরণের অনুষ্ঠান। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অন্য রকমের অনুষ্ঠানের মাধ্যমে ইংরেজী নতুন বছরকে স্বাগত জানানো হয়।আগরতলা বিমানবন্দরে নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজন করা হয় নাচ-গান।
ত্রিপুরা পুলিসের ‘জোশিলয়’ নামে অর্কেস্ট্রা টিম অংশ নেয় অনুষ্ঠানে। পরিবেশন করে মনমাতানো সংগীত।উপহার দেওয়া হয় যাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।একটি মনোমুগ্ধকর বাদ্যযন্ত্রের পরিবেশনা সকলকে মুগ্ধ করেছে।বিমানবন্দরে কর্মীরাও অনুষ্ঠান উপভোগ করেন।