ত্রিপুরা আগরতলা : নিয়মিত যোগা করলে একজন মানুষ শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকতে পারেন। যোগার মাধ্যমে মানুষ প্রথমে নিয়ম-শৃঙ্খলার সম্পর্কে অবগত হয়। তারপর আত্মনির্ভর হওয়ার জন্য মানুষের মধ্যে একটা আস্থা গড়ে ওঠে।আন্তর্জাতিক যোগা দিবসে আসাম রাইফেলস সেক্টরে এক অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে একথা বললেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস প্রতিবছর উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটে না। সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরে হয় যোগা দিবসের অনুষ্ঠান। শুক্রবার সকালে যোগা দিবসে আগরতলা আসাম রাইফেলস সেক্টরে হয় কর্মসূচী।উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ আসাম রাইফেলসের আধিকারিকরা।রাজ্যপাল যোগায় অংশ নেন আসাম রাইফেলস আধিকারিক ,জওয়ান ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে।অনুষ্ঠানকে ঘিরে বেশ সাড়া পড়ে।
যোগা দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল
237
previous post