ত্রিপুরা আগরতলা : প্রতিবছর ৯ আগস্ট ব্যবসায়ী দিবস উদযাপন করা হয়।সারা দেশের সঙ্গে রাজ্যেও পালন করা হয় জাতীয় ব্যবসায়ী দিবস। রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যবসায়ী সংগঠনের তরফে হয় অনুষ্ঠান। শুক্রবার সকালে আগরতলায় দিবসটি পালন করে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এদিন সংগঠনের অফিসে হয় দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় ,মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক প্রাণ গোপাল সাহা, যুগ্ম সম্পাদক অভিজিৎ দেব সহ অন্যান্যরা। সংগঠনের কর্মকর্তারা কেক কেটে জাতীয় ট্রেডার্স ডে উদযাপন করে। ,মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় বলেন, অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন রাজ্যের প্রাচীন ব্যবসায়ী সংগঠন। ইতিমধ্যে ৫০ বছর পার হয়ে গেছে।ব্যবসায়ীদের সুখ- দুঃখে সব সময় পাশে থাকে এই সংগঠন।আগামী দিনেও থাকবে এই সংগঠন ব্যবসায়ীদের পাশে।তিনি বলেন এই সংগঠন সব সময় রাজ্যবাসীর পাশে রয়েছে।
আগস্ট জাতীয় ট্রেডার্স ডে উদযাপন
by sokalsandhya
252
previous post
রাজধানীতে তিরঙ্গা রেলি
next post