ত্রিপুরা আগরতলা : হর ঘর তিরঙ্গা কর্মসূচীর অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের তরফে হচ্ছে তিরঙ্গা রেলি।পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডও বিভিন্ন কর্মসূচী নিয়েছে। রবিবার ওয়ার্ডের তরফে হয় তিরঙ্গা রেলি। এদিন ২০ নম্বর ওয়ার্ড অফিস থেকে রেলি বের হয়ে ওয়ার্ড এলাকার বিভিন্ন পরিক্রমা করে। এতে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যরা।রেলি থেকে লোকজনের মধ্যে বার্তা ছড়িয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছেন ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সকলে বাড়ি ঘর অফিসে জাতীয় পতাকা উত্তোলনের এতে যেন সকলে শামিল হন। কর্পোরেটর আরও জানান সোমবারও বিভিন্ন বাজার এলাকায় সচেতনতার বার্তা দেওয়া হবে তিরঙ্গা পতাকাকে সম্মান জানাতে সকলে যেন তিনদিন জাতিয়ন পতাকা উত্তোলন করেন। ২০২২ সাল থেকে ভারতে হর ঘর তিরঙ্গা কর্মসূচী পালন করা হচ্ছে। এদিনের কর্মসূচী ঘিরে শহরে বেশ সাড়া পড়ে।
২০ নম্বর ওয়ার্ডের তরফে তিরঙ্গা রেলি
158
previous post