আগরতলা : প্রতিবছর অষ্টমীতে বিভিন্ন মণ্ডপে হয় কুমারী মায়ের পূজা। রাজধানীর ধলেশ্বর রাম কৃষ্ণ মিশ্নেও কুমারী পূজা হয়। প্রত্যেক বছরে মতো এই বছরও রীতি মেনে রাজধানীর ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় কুমারী মায়ের পূজা। মহা অষ্টমী পূজা উপলক্ষ্যে শুক্রবার সকালে রীতি নীতি মেনে হয় কুমারী মায়ের পূজা। কুমারী মায়ের পূজা শেষে অঞ্জলি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সস্ত্রীক সাংসদ রাজীব ভট্টাচার্য, উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি এসসি দাস সহ অন্যান্যরা। সাংসদ রাজীব ভট্টাচার্য সকলকে শুভেচ্ছা জানান। সকলে যেন শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে তার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন। এদিন কুমারী পূজা দেখতে ও আশীর্বাদ নিতে প্রচুর ভক্ত সমাগম ঘটে রাম কৃষ্ণ মিশনে। রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে লোকজন মন্দিরে ভিড় করেন সকালে।
নিয়ম মেনে রামকৃষ্ণ মিশনে হল কুমারী পূজা
107
previous post