আগরতলা : আগামী বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে হবে সিপিএম রাজ্য সম্মেলন। এর আগে শেষ হচ্ছে জেলা সম্মেলন গুলি। বৃহস্পতিবার পশ্চিম চতুর্থ সম্মেলন। রাজধানীর মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে হয় এই সম্মেলন। উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মানিক দে, পবিত্র কর সহ অন্যান্যরা। দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্যদিয়ে শুরু হয় সম্মেলন। সিপিআইএম নেতা পবিত্র কর জানান ২৪ টি মহকুমার মধ্যে ২২ টি মহকুমায় ইতিমধ্যে দলের মহকুমা সম্মেলন সম্পন্ন হয়ে গেছে। জেলা সম্মেলন শুরু হয়েছে বর্তমানে। ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে জেলা সম্মেলন। ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি আগরতলা টাউন হলে হবে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্মেলন। প্রতি তিন বছর পর পর এই সম্মেলন হয়। সম্মেলনের মধ্যদিয়ে নতুন কমিটি গঠন করা হয়। এপ্রিল মাসে পার্টি কংগ্রেস হবে। সেখানে দলের আগামিদিনের রন কৌশল নির্ধারণ করা হবে বলে জানান তিনি। এদিকে এদিন সম্মেলনে চারটি মহকুমা থেকে প্রতিনিধিরা অংশ নেন।
সিপিএম পশ্চিম জেলা সম্মেলন সম্পন্ন
59
previous post