42
আগরতলা : কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় রাজপথে নামল যুব কংগ্রেস। সংগঠনের অভিযোগ এই বাজেট জন বিরোধী, বেকার বিরোধী। বৃহস্পতিবার সংগঠনের তরফে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল হয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের বাজেটের বিরুদ্ধে মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা জানান সংসদে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য পেশ করা বাজেটে যুবদের জন্য কোন কিছু নেই। প্রতিটি প্রকল্পে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তাই এই বাজেটের প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে। উল্লেখ্য চলতি মাসের ১ তারিখ সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিরোধী দল গুলি বাজেটের বিরুদ্ধে রাস্তায় নামছে।