আগরতলা : সারা দেশে কৃষকদের দুরবস্থা তৈরি হয়েছে। এর ফলশ্রুতিতে দেশে গড়ে ৩১ জন কৃষক আত্মহত্যা করছে। দেশে শ্রমিকদের অবস্থা আরও করুণ। ৬০ কোটির বেশি লোক হচ্ছে শ্রমজীবী অংশের।শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা বললেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের কৃষক ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের নেতা অশোক বৈদ্য, শান্তনু পাল। প্রবীর বাবু এদিন বলেন দেশের মোট জনসংখ্যার তিন ভাগের দুই ভাগ কৃষিজিবি ও শ্রমজিবি। দেশের অর্থনীতি কৃষি ও শ্রম নির্ভর। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার ভয়ঙ্কর ভাবে হ্রাস পেয়েছে। এই জায়গায় দাড়িয়ে সর্বভারতীয় পরিস্থিতি ও রাজ্যের পরিস্থিতির নিরিখে বেশকিছু দাবি ঠিক করা হয়েছে। রাজ্যের কৃষক শ্রমিকদের সংগঠিত করে আন্দোলন সংগঠিত করা হবে। শুক্রবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি আরও বলেন বিজেপি সরকারের সময় শ্রমিক, কৃষক, বেকার যুবক যুবতীরা বঞ্চিত।প্রবীর বাবু এদিন জানান চলতি মাসের ১৬ তারিখ অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস ও কিষাণ কংগ্রেসের রাজ্যভিত্তিক সম্মেলন হবে তেলিয়ামুড়াতে।এই রাজ্য স্তরের সম্মেলনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।এদিন কংগ্রেস মুখপাত্র বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের সরকারের সমালোচনা করেন।
সারা দেশে কৃষকদের দুরবস্থা তৈরি হয়েছে- কংগ্রেস মুখপাত্র
25
previous post