আগরতলা : রাস্তার জায়গা দেওয়া নিয়ে এক ব্যক্তির বাড়িতে রাতের আঁধারে দুষ্কৃতকারীদের হামলা। বাড়ির মালিককে মারধর করার অভিযোগ। ঘটনা মঙ্গলবার রাতে রাজধানীর অরুন্ধতীনগর থানা সংলগ্ন দেবব্রত দাসের বাড়িতে। বাড়ির মালিক দেবব্রত দাস জানান একটি রাস্তা রয়েছে ওনার বাড়ির পাশে। রাস্তাটি ৬ ফুট প্রশস্ত। রাস্তাটি আরও বড় করার জন্য ওনাকে জায়গা দান করার জন্য চাপ দেওয়া হচ্ছে। তিনি ৬ ইঞ্চি জায়গা দান করতে সম্মত হয়েছিলেন। কিন্তু ওনাকে বলা হয় এক ফুট জায়গা দান করার জন্য। তাতে তিনি সম্মত হন নি। এই নিয়ে রবিবার আলোচনা হয়। তারপর তিনি জায়গা দান করতে সম্মত হন। তিনি জানান কোর্ট থেকে কাগজ করে তিনি জায়গা দান করবেন। সেই ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে এলাকার দুষ্কৃতকারীরা উনার বাড়িতে হামলা চালায়। এমনকি মারধরও করা হয় দেবব্রত দাসকে। দেবব্রত দাস আরও অভিযোগ করেন দুর্বৃত্তরা তাকে হুমকিও দিয়ে গেছে। ঘটনার তদন্ত ক্রমে সুবিচারের দাবি আক্রান্ত ব্যক্তি।