আগরতলা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত। শুক্রবার আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি শহীদ বেদিতে মাল্যদান করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা। আরিফ মোহাম্মদ জানান ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলার দামাল ছেলেরা নিজের বুকের রক্ত দিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করে ছিলেন। সেই দিন থেকে ২১ ফেব্রুয়ারি দিনটি ভাষা দিবস হিসাবে পালন করা হয়। ২০০০ সালে ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তজাতিক মাতৃ ভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়।প্রতিবছর রাজ্যে সরকারি- বেসরকারি তরফে হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে
102
previous post