ডি এস ও-র সদস্যদের উপর হামলার নিন্দা জানিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যেও অঙ্গীকার দিবস পালন

আগরতলা : সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যেও অঙ্গীকার দিবস পালন করলো ডি এস ও। মঙ্গলবার বিকেলে রাজধানীর স্টেট মিউজিয়ামের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত এক ছাত্র শিক্ষামন্ত্রীর কনভয়ের নিচে চাপা পড়ে। এই ঘটনার প্রতিবাদে সোমবার পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটে সামিল হওয়ার ছাত্র-ছাত্রী ও এআইডিএসও-র কর্মকর্তাদের উপর শাসক দল আশ্রিত দুষ্কৃতকারীরা হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দেশ জুড়ে এআইডিএসও অঙ্গীকার দিবস হিসাবে পালন করছে। তারই অঙ্গ হিসাবে এইদিন উজ্জয়ন্ত প্রসাদের সামনে এআইডিএসও-র পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য সহ অন্যরা। এদিন তারা দাবি জানায় কলেজ- বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে