আগরতলা : দীর্ঘ ২০ বছর ধরে রাজ্যে বেড়ে চলেছে অবৈধ ভাবে নেশার ব্যবহার। একদিনের কর্মসূচীর মধ্য দিয়ে এই নেশার অপব্যবহার বন্ধ করা যাবে না।আন্তর্জাতিক মাদক অপব্যবহার বিরোধী দিবসে এই অভিমত ব্যক্ত করলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এর বিরুদ্ধে জন আন্দোলন সকলে মিলে গড়ে তোলার কথা বলেন তিনি।না।আন্তর্জাতিক মাদক অপব্যবহার বিরোধী দিবসে সোমবার একটি সামাজিক সংস্থা রাজধানীতে সচেতনতার বার্তায় রেলির আয়োজন করে। রাজধানীর উমাকান্ত একাডেমী থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন এই রেলির সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যরা।
আন্তর্জাতিক মাদক অপব্যবহার বিরোধী দিবসে শহরে রেলি
169