14
আগরতলা : দুর্গা বাড়িতে নিয়ম মেনে হল নবমী পূজা। সপ্তমী- অষ্টমী শেষে রবিবার বাসন্তী পূজার মহানবমী পূজা। প্রথা রীতি নীতি মেনে বাসন্তী রূপে দেবী দুর্গা পূজিত হন। রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানীর দুর্গা বাড়িতেও প্রতিবছরের মতো এবারো বাসন্তী পূজা হচ্ছে। রবিবার নবমী পূজা। এদিন সকাল থেকে নিয়ম নিষ্ঠার সঙ্গে নবমী পূজা হয়। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভিড় করেন দুর্গা বাড়িতে। অঞ্জলি গ্রহণ করেন ভক্তরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকজন দুর্গা বাড়িতে মায়ের আশীর্বাদ নিতে ভিড় করেন।