22
আগরতলা : দেশব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যেও দাবি দিবস পালন করলো ত্রিপুরা পিপলস পার্টি। মঙ্গলবার তারা ৫ দফা দাবির ভিত্তিতে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবির মধ্যে ৪ টি শ্রম কোড বাতিল, গাজায় গণহত্যা বন্ধ,কৃষি বিপনন আইন বাতিল করার দাবিতে এদিনের কর্মসূচী। উপস্থিত ছিলেন ত্রিপুরা পিপলস পার্টির সাধারণ সম্পাদক বিমল সিংহ সহ অন্যরা।