21
আগরতলা : আরও বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য। একলাফে সিলিন্ডার পিছু ৫০ টাকা বৃদ্ধি পেল রান্নার গ্যাসের। বর্ধিত গ্যাসের দাম প্রত্যাহারের দাবি জানাল সিপিএম। মঙ্গলবার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিএম আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে। এদিন দলের সদর মহকুমা কমিটির তরফে হয় বিক্ষোভ মিছিল।মেলারমাঠ থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন সিপিএম নেতা শুভাশিস গাঙ্গুলি সহ অন্যরা। মিছিল থেকে দাবি জানানো হয় অবিলম্বে রান্নার গ্যাস সিলিন্ডার পিছু ৫০ টাকা বৃদ্ধি প্রত্যাহার করার।