গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ এসোসিয়েশনের সম্মেলন

Mayor visits blood donation camp organized on the occasion of State Conference of Government Medical Laboratory Technology Employees Association 3

আগরতলা : গভর্নমেন্ট মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। জিবি হাসপাতালের কার্লল্যান্ড স্টেইনার অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, হেলথ সার্ভিসের ডাইরেক্টর সৌভিক দেববর্মা সহ অন্যান্যরা। সম্মেলন উপলক্ষ্যে এইদিন আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মেয়র দীপক মজুমদার। এক সাক্ষাৎকারে দীপক মজুমদার গভর্নমেন্ট মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যাদের ধন্যবাদ জানান রক্তদান শিবিরের আয়োজন করার জন্য। পাশাপাশি তিনি বলেন চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

Related posts

সংবিধান রক্ষায় কংগ্রেসের লড়াই জারি রাখার বার্তা কংগ্রেস সভাপতির

সুজুকি দ্বিচক্র যানের নতুন শোরুম চালু হল আগরতলায়

নির্ধারিত সময়ের আগে পরীক্ষা না নেওয়ার আশ্বাস হোলিক্রস স্কুলের অধ্যক্ষের