আগরতলা : পশ্চিম থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৫ মানব পাচারকারী। আগরতলা জি আর পি থানার পুলিস ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হলে ৩ দিনের পুলিস রিমান্ডে পাঠানো হয়। দুইটি মামলায় ধৃতরা অভিযুক্ত ছিল। লংকামুড়া, শর্মালুঙ্গা, শানমুড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। রামনগর ফাঁড়ি থানার সহযোগিতা নিয়ে আগরতলা জিআরপি থানার পুলিশ তাদেরকে আটক করে। ধৃতরা হল সানমুরা লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা সুমন দাস, রাহুল দাস, সরমা লুঙ্গা দাসপাড়া জয়ন্ত ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাস, অনিবেশ সরকার ও লঙ্কামুরা ভূমিহীন কলোনির বাসিন্দা জুয়েল সরকার। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালায় আগরতলা জিআরপি থানার পুলিস। ধারণা আরও কয়েকজনের নাম বেরিয়ে আসতে পারে।
বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জি আর পি থানার পুলিস আটক করে ৫ মানব পাচার কারীকে
121
previous post