সামাজিক মাধ্যম ব্যবহার করে যেভাবে মূল্যবোধ নষ্ট করা হচ্ছে ত্রিপুরাতেও- অভিযোগ

আগরতলা : সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের তরফে ডেপুটেশন দেওয়া হল তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কাছে। বুধবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য-র কাছে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের ত্রিপুরা প্রান্তের মহামন্ত্রী সঞ্জীব দেব বলেন, স্ট্যান্ডআপ কমিটির নামে দেশে একটা অবক্ষয় চলছে। হাস্যরসের নামে স্ট্যান্ডআপ কমিটিকে ব্যবহার করে যেভাবে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, ভারতীয় সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। তিনি বলেন ভারতীয় সংস্কৃতি অক্ষুণ্ণ। শুধু মাত্র প্রয়োজন একে সঠিক পথে নিয়ে যাওয়া। তিনি অভিযোগ সামাজিক মাধ্যম ব্যবহার করে যেভাবে মূল্যবোধ নষ্ট করা হচ্ছে ত্রিপুরাতেও সেটা দেখা যাচ্ছে। সঞ্জীব দেব আরও বলেন, ভারতীয় সংস্কৃতির মাধ্যমটাকে যে যে জায়গায় নষ্ট করা হচ্ছে সে বিষয়ে রাজ্যে যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয় সেবিষয়ে অবগত জ্রতেই অধিকর্তার কাছে স্মারকলিপি সংগঠনের।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী