আগরতলা : মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিন দপ্তরে ৪ শতাধিক সরকারি চাকরির অফার বিলি করা হল রবিবার।রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে অফার দেওয়া হয় যোগ্য প্রার্থীদের হাতে।বিভিন্ন দপ্তরে চাকরিপ্রাপ্ত ৪৭৯ জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ, মানিক সাহা,মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, মুখ্যসচিব জে কে সিনহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে চাকরিপ্রাপকদের হাতে অফার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন পদে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে ১২৬ জন, পূর্ত দপ্তরে ১৯৭ জন, সমবায় ব্যাঙ্কে ১৫৬ জন চাকরি প্রাপকের হাতে এদিন অফার লেটার তুলে দেওয়া হয়েছে। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮-১৯ সালে ত্রিপুরা রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি ছিল। সেই সময় জাতীয় গড় ছিল ৫.৩৮ শতাংশ, আর ত্রিপুরা রাজ্যের গড় ছিল ১০ শতাংশ। ২০২৩-২৪ অর্থ বছরে ত্রিপুরা রাজ্যে বেকারত্বের হার ১.৭ শতাংশ, আর জাতীয় গড় ৩.২ শতাংশ। তিনি বলেন এদিন যারা অফার লেটার পেয়েছে তারা নিজেদের যোগ্যতার কারনে চাকরি পেয়েছে। আগে সরকারি চাকরির জন্য রাজনৈতিক দলের মিটিং মিছিলে যেতে হত। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর স্বচ্ছতার সাথে সরকারি চাকরি দেওয়ার জন্য একটা নীতি তৈরি করা হয়েছে। বর্তমানে কাউকে ধরে সরকারি চাকরি পাওয়া যায় না। এইদিন যারা সরকারি চাকরি পেয়েছে তাদের কারো কাছে যেতে হয় নি। এদিন অফার পেয়ে খুশি হাওয়া ছেলে- মেয়েদের মধ্যে লক্ষ্য কড়া যায়।
বিজেপি সরকারের সময়ে স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরি হয়-মুখ্যমন্ত্রী
5
previous post