আগরতলা : রাজধানীতে মিছিল করে দুই দিনের প্ল্যানারি অধিবেশনে মিলিত হল তিপ্রা মথার যুব সংগঠনের সদস্যরা। তিপ্রা মথার যুব সংগঠনে ওয়াই টি এফ-র কর্মী সমর্থকদের ফের সক্রিয় করার উদ্যোগ দলের সুপ্রিমোর। বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র ভবনে শুরু হয় দুদিন ব্যাপী এই প্লেনারি সেশন। এদিন প্লেনারি সেশন শুরুর আগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বের হয় মিছিল। স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে রবীন্দ্র ভবনের সামনে শেষ হয়। সেখানে দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর শুরু হয় প্লেনারি সেশন। ইয়ুথ তিপ্রা ফেডারেশনের নেতৃত্ব জানান এই প্রথম দুইদিন ব্যাপী প্লেনারি সেশনের আয়োজন করা হয়েছে। তিপ্রা মথা দলকে আরও শক্তিশালী করার জন্য এই প্লেনারি সেশন।গ্রেটার তিপ্রা ল্যান্ড সহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হবে অধিবেশনে। এই অধিবেশনে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণেরও উপস্থিত থাকার কথা রয়েছে।রাজনৈতিক মহলের মতে সামনের বছর এ ডি সি নির্বাচন। এর আগে সাংগঠনিক ভাবে পাহাড়ে অনেকটা ব্যাকফুটে থাকা তিপ্রা মথাকে চাঙ্গা করতেই এ ধরণের কর্মসূচী যুব সংগঠনের।
রাজধানীর রবীন্দ্র ভবনে ওয়াই টি এফ-র দুই দিনের প্ল্যানারি অধিবেশন শুরু
21