বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়

আগরতলা : কৃষকদের সর্বপ্রথম সম্মান করেছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কেউ কোনদিন কৃষকদের নিয়ে চিন্তাও করে নি। বর্তমান সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে। আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে একথা বললেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্রভবনে হয় অনুষ্ঠান। ২০২৪ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এনডিআরএফ ফান্ড থেকে ডিবিটি-র মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়।রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয় রবীন্দ্র ভবনে। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও ছিলেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা ডঃ ফনিভূষণ জমাতিয়া, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিত শীল সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন,ভারতবর্ষের মোট জন সংখ্যা ১৪৪ কোটি। কৃষি কাজ করছে ২০ কোটি। অর্থাৎ ১০০ জন মানুষের মধ্যে ১৪ জন কৃষক। ত্রিপুরা রাজ্যে ৪২ লক্ষ ২২ হাজার মানুষ আছে। তার মধ্যে ৪ লক্ষ ৭২ হাজার কৃষক রয়েছে। ১০০ জনের মধ্যে ১১ জন কৃষক।তিনি বলেন, দেশের মধ্যে সবচেয়ে গুরুত্ব বেশি কৃষকদের। কারন তারা অন্নদাতা। কিন্তু আগে তাদের গুরুত্ব দেওয়া হয়নি।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

স্পেশাল এক্সিকিউটিভদের ট্যুরিস্ট পুলিশ হিসাবে মোতায়েনের পরিকল্পনা নিয়েছে সরকার: মুখ্যমন্ত্রী