শিক্ষাবর্ষ চালুর ২ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও রাজ্যের বহু স্কুলে সব বিষয়ে পাঠ্যবই পৌঁছায়নি-অভিযোগ

আগরতলা : শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে ফের পথে নামলো এ আই ডি এস ও। শুক্রবার সংগঠনের তরফে অফিস লেন শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রাম প্রসাদ আচার্য সহ অন্যরা। ১ এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষ চালুর ২ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও রাজ্যের বহু স্কুলে সব বিষয়ে পাঠ্যবই পৌঁছায়নি। ১৭ মে থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে যাবে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের কাছে পাঠ্য পুস্তকের অপ্রতুলতা নিঃসন্দেহে পড়াশোনার প্রতি অনীহা সৃষ্টি করবে। শিক্ষা দপ্তরের এই গাফিলতির প্রতিবাদে সরব হল এআইডিএসও রাজ্য কমিটি। পাশাপাশি ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার শিক্ষা দপ্তরে ডেপুটেশান প্রদান করল এআইডিএসও। ৭ দফা দাবি গুলি হল গ্রীষ্মকালীন ছুটির মধ্যে বিশেষ পরিকল্পনা করে রাজ্যের সকল স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে। প্রতিটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে। স্কুল গুলির হোস্টেল পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। স্কুল স্তরে ভর্তি প্রক্রিয়াকে কোন মতেই জটিল করা চলবে না। মাইগ্রেশন সার্টিফিকেটের নামে ছাত্র-ছাত্রীর কাছ থেকে এক হাজার টাকা নেওয়া যাবে না। এবং শিক্ষার সকল স্তরে ফি মকুব করতে হবে। এখন দেখার শিক্ষা দপ্তর কি পদক্ষেপ নেয়?

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath