আগরতলা : প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সিপিএম- তরফে হো চি মিনের জন্মদিন পালন করা হয় রাজ্যেও। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।সোমবার ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিন-এর ১৩৫ তম জন্মবার্ষিকী পালন করল সিপিআইএম। এদিন সিপিআইএম রাজ্য কার্যালয় দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, শঙ্কর প্রসাদ দত্ত, রতন দাস, কৃষ্ণা রক্ষিত সহ দলের অন্যান্য নেতৃত্ব। উপস্থিত সকলে হো চি মিন-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান সারা বিশ্বের শ্রমজিবি মানুষের কাছে পরিচিত নাম হো চি মিন।হো চি মিন শুধুমাত্র ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠন করেন নি। ভিয়েতনামকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে মুক্ত করেছিলেন। বর্তমানে ভিয়েতনাম বিশ্বকে পথ দেখাচ্ছে। হো চি মিন-র পড়ালেখা করেন ফ্রান্সে। ফ্রান্সেও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।এছাড়া হো চি মিনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
ভিয়েতনাম বিপ্লবের জনককে স্মরণ করলো সিপিএম
221
previous post