133
আগরতলা : ঘূর্ণিঝড় মিগজাউম শক্তি হারাচ্ছে স্থলভাগে ঢুকে। অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মিগজাউম।ত্রিপুরায় ঘূর্ণিঝড়ের প্রভাব প্রত্যক্ষ ভাবে না পরলেও বৃষ্টি হচ্ছে রাজ্যের প্রায় সর্বত্র। বুধবার গভীর রাত থেকে শুরু হয়েছে বৃতি। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে। ফলে পাকা ধান থেকে আলু চাষে ক্ষতির সম্ভাবনা। মাথায় হাত কৃষকদের। বৃহস্পতিবার বৃষ্টির ফলে প্রভাবে পড়েছে জনজীবনে। স্বাভাবিক ছন্দপতন ঘটে। সমস্যায় পড়েন অফিস কর্মী সহ প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাওয়া লোকজন। ছাতা নিয়ে বাড়ি থেকে বের হন সকলেই। তবে শুক্রবারের পরে আকাশ পরিষ্কার হয়ে রাতের তাপমাত্রা কমতে পারে। আকাশ থেকে মেঘ সরলে দেখা মিলবে রোদের। আর তখনই পারদ নামার সম্ভাবনা রয়েছে।