রাজধানীর নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে হবে কাজী নজরুলের জন্মদিনে কবি প্রণাম অনুষ্ঠান

আগরতলা : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী প্রতিবছর রাজ্যে সরকারি- বেসরকারি ভাবে উদযাপন করা হয়। এবছর কাজী নজরুলের ১২৬ তম জন্মজয়ন্তী পালন করা হবে। কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা- যিনি বাংলা কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকা রেখেছেন।কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কাজী নজরুলের জন্মদিন সোমবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হবে। সেই দিকে লক্ষ্য রেখে রাজধানীর নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে নজরুল ইসলামের আবক্ষ মূর্তির সামনে হবে অনুষ্ঠান। তাই রবিবার কাজী নজরুলের মূর্তি পরিষ্কার করা হয়। সোমবার সকলে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। পাশাপাশি অনুষ্ঠিত হবে নজরুল নৃত্য।

 

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র