আগরতলায় হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে খুশি বিলোনিয়ার এক ব্যক্তি

আগরতলা : এখনও হারিয়ে যায়নি সততা। ফের সততার পরিচয় দিলেন এক ব্যক্তি। রাস্তায় পাওয়া লক্ষাধিক টাকা থানায় জমা দিয়ে সততার নজির গড়লেন বিলোনিয়ার সমীর মজুমদার।বিলোনিয়ার বাসিন্দা সমীর মজুমদার মঙ্গলবার দুপুরে আগরতলা শহরে একটি ব্যাগ কুড়িয়ে পান। সাথে সাথে তিনি ব্যাগটি নিয়ে পশ্চিম আগরতলা থানায় যান। পশ্চিম থানার এক পুলিশ অফিসার জানান সমীর মজুমদারের সামনে ব্যাগটি খুলে দেখতে পান ব্যাগে একটি মোবাইল ও নগদ ১ লক্ষ ৪৪ হাজার টাকা রয়েছে। পরবর্তী সময় পুলিশ খোঁজখবর নিয়ে জানতে পাড়ে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় এক ব্যক্তি আচমকা অসুস্থ হয়ে পড়েছিল। দমকল বাহিনীর কর্মীরা অসুস্থ ব্যক্তিকে জিবি হাসপাতালে নিয়ে যায়। পুলিশ হাসপাতালে গিয়ে অসুস্থ ব্যক্তির সাথে কথা বলে জানতে পাড়ে তার নাম সমীর বৈদ্য। তার বাড়ি বিলোনিয়ার উত্তর ভারত চন্দ্র নগর। সে যখন অসুস্থ হয়ে পড়েছিল, তখন তার সাথে একটি ব্যাগ ছিল। তখন পুলিশ এক প্রকার নিশ্চিত হয় টাকার ব্যাগটি সমীর বৈদ্য-র। পরবর্তী সময় সমীর বৈদ্যর স্ত্রী মঙ্গলবার পশ্চিম থানায় গেলে তাকে মোবাইলটি বুঝিয়ে দেওয়া হয়।বুধবার সমীর বৈদ্য হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীকে নিয়ে পশ্চিম থানায় গিয়ে নিজের টাকা বুঝে নেয় এবং ধন্যবাদ জানায় পুলিস ও সমীর মজুমদারকে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল