রাজধানীতে টেন্ডার জমা নিয়ে আক্রান্ত যুবক পশ্চিম থানায় মামলা করলো

আগরতলা : পূর্ত দপ্তরের কাজের দরপত্র জমাকে কেন্দ্র করে ঝামেলা। আক্রান্ত এক যুবক। রাজধানীর নেতাজি চৌমুহনীস্থিত পূর্ত দপ্তরের অফিস চত্বরে ঘটনা। অভিযোগ আক্রান্ত হতে হয়েছে তুহিন চৌধুরী নামে এক যুবককে।

জানা যায় তুহিন চৌধুরী টেন্ডার ড্রপ করার পর থেকেই তার মোবাইলে বিভিন্ন নাম্বার থেকে ফোন আসে টেন্ডার তুলে নেওয়ার জন্য। কিন্তু তিনি টেন্ডার তুলে নেন নি। তারপর দীপঙ্কর নামে এক ব্যক্তি তুহিন চৌধুরীকে ফোন করে নেতাজি চৌমুহনীস্থিত পূর্ত দপ্তরের অফিসে আসার জন্য বলে।

বুধবার বিকালে তিনি আসার পর তার উপর আক্রমণ চালায় কিছু যুবক।ঘটনা জানিয়ে আক্রান্ত যুবক মামলা করেছেন পশ্চিম থানায়। টেন্ডার জমা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝামেলা প্রায়শই ঘটে চলেছে।

Related posts

চিরাচরিত প্রথা মেনে পুরান হাভেলি চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা

কিশোর বর্মণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজভবনে

চকলেট চুরির অভিযোগে সুকান্ত দাসকে এক ব্যক্তিকে আটক