এখন থেকে শহরের অটোগোলা হবে গোলাপী কালারের- পরিবহণ মন্ত্রী

আগরতলা  : চলতি মাসের ১০ তারিখ মহাকরণে পরিবহণ মন্ত্রীর পৌরহিত্যে বৈঠক হয়। সেই বৈঠকে ছিলেন পরিবহণ দপ্তরের সচিব,অতিরিক্ত সচিব, পরিবহণ দপ্তরের আধিকারিক, আই জি আইন শৃঙ্খলা, ট্রাফিক সুপার, জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার,পশ্চিম জেলার পুলিস সুপার,বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। সেখানে আলোচনায় উঠে আসে আগরতলা শহরে বিভিন্ন মহকুমা থেকে অটো যাতায়াতে সমস্যা, অবৈধ ভাবে দূরপাল্লার অটোরিক্সার যাত্রী পরিবহণ সহ বিভিন্ন বিষয়। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয় সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার জানালেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলনে পরিবহণমন্ত্রী জানান, আগরতলা শহরের অটোরিক্সাগুলি চিহ্নিত করার জন্য সামনের অংশ গোলাপি রঙের করা হবে। যাতে শহরের বাইরের অটোরিক্সা শহরে এলে সহজে চিহ্নিত করা যায়। তিনি জানান আর শহরের বাইরের বিভিন্ন মহকুমা এলাকার অটোরিক্সার রঙ একই থাকবে। মন্ত্রী জানান শহরের বাইরের অটো রিক্সা কোন রোগী কিংবা বিমান যাত্রী নিয়ে এলে সংশ্লিষ্ট জায়গায় তাদের নামিয়ে সোজা নিজ এলাকায় চলে যাবে। কোন যাত্রী শহরে বহন করতে পারবে না। তিনি আরও জানান,  আগরতলা ,তেলিয়ামুড়া, উদয়পুর কিংবা খোয়াইয়ের মধ্যে দূরপাল্লায় কোন অটো রিক্সা যাত্রী বহন না করার বার্তা দেন। সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে পরিবহণ মন্ত্রী জানান, কোন প্রাইভেট গাড়ি বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। যেসব গাড়ি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয় সেগুলিকে বাণিজ্যিক লাইসেন্স নিতে হবে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র