৭ দফা দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ বৈদিক ব্রাহ্মণ সমাজের

আগরতলা : ৭ দফা দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ বৈদিক ব্রাহ্মণ সমাজের। বুধবার এই ডেপুটেশান প্রদান করা হয়। বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এইদিন মহাকরণে গিয়ে ডেপুটেশান প্রদান করে। ৭ দফা দাবির মধ্যে রয়েছে রাজ্যের সকল বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সংস্কৃতকে অবশ্য পাঠ্য হিসেবে পাঠদান করা হোক। রাজ্যে একটি সংস্কৃত মহাবিদ্যালয় নিজস্ব ভূমিতে ছিল, বর্তমানে সেই সংস্কৃত কলেজ বন্ধ, সেই সংস্কৃত মহাবিদ্যালয় পুনরায় চালু করা হোক। ব্রাহ্মণ সমাজ বর্তমানে আর্থিকভাবে অনেক পিছিয়ে, তাই ব্রাহ্মণ সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সাহায্য হিসাবে স্টাইপেন্ড প্রদানের ব্যবস্থা করা হোক। আর্থিকভাবে অস্বচ্ছল ৫০ উর্দ্ধ ব্রাহ্মণদের মাসিক ভাতা প্রদান করা হোক। রাজ্যের বিভিন্ন মহকুমায় অবস্থিত পুরানো মন্দিরগুলি সরকারী উদ্যোগে সংস্কার ও উন্নয়ন করে মন্দির গুলির পুরোহিতদের মাসিক ভাতা প্রদান, রাজ্যের প্রতিটি মহকুমার পাঠাগারে সনাতনী ধর্মগ্রন্থ তথা হিন্দু শাস্ত্রাদির গ্রন্থ দিয়ে পরিপূর্ণ পাঠাগার তৈরী করে সনাতনী আর্দশে ভাবী প্রজন্মকে পাঠদানে অনুপ্রাণিত ও সুযোগ দান করার।এছাড়াও বিভিন্ন দাবি রয়েছে সংগঠনের।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র