ইসকন আগরতলার রথযাত্রা মহাসমারোহে এবছরও উদযাপিত

আগরতলা : ইসকন আগরতলার রথযাত্রা প্রতিবছর মহাধুমধামে উদযাপন করা হয়ে থাকে। হাজার হাজার ভক্ত সমাগম ঘটে ইসকনের রথযাত্রায়। এবছর ইসকন আগরতলার রথযাত্রার সূচনা হয় পূর্বাশা মাঠ থেকে। সেখানে সাতদিন ব্যাপী চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। বসেছে মেলাও। শুক্রবার ইসকন আগরতলার ঐতিহ্যবাহী রথযাত্রার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিঙ্কু রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিত শীল সহ অন্যরা।অনুস্থ্যানে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, সনাতন ধর্মের পরম্পরার বিশেষ একটি তাৎপর্য রয়েছে। রথ যাত্রায় জাতি- জনজাতি উভয় অংশের মানুষের মেল বন্ধন দেখা যায়।তিনি আবেদন রাখেন সকলে মিলে যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে পারেন। এদিন পূর্বাশা মাঠে অনুষ্ঠান শেষে একে একে বের করা হয় জগন্নাথ, বলরাম ও শুভদ্রার বিগ্রহ। মন্ত্রী সহ অন্য অতিথিরা বিগ্রহ গুলি কাঁধে বহন করে বের করে আনেন।একে একে তিনটি রথ সারিব্দধ ভাবে লাইনে দাঁড়ায়। পূর্বাশা মাঠ সহ আশপাশ এলাকা ভক্তদের ভিড়ে অনেক আগে থেকেই ছয়লাপ। দুই মন্ত্রী, সাংসদ, মেয়র সকল মিলে রথের রাস্তা ঝাড়ু দেন। এর পরই বের হয় রথ। হাজার হাজার ভক্ত রথের দড়ি ধরে টেনে নিয়ে যান।শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে ফের পূর্বাশা মাঠে গুন্ডিচা মন্দিরে যায় জগন্নাথ দুই ভাই বোন বলরাম ও শুভদ্রাকে সঙ্গে নিয়ে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র