পূর্ব থানার পুলিসের জালে নেশা সামগ্রী সহ চারজন

আগরতলা : সাদা পোষাকে নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিস। জালে তুলে চার ড্রাগস বিক্রেতাকে। উদ্ধার হয়েছে ১২০০ ড্রাগসের কৌটা, নগদ অর্থ, মোবাইল ও একটি করে বাইক ও স্কুটি। সোমবার গোপন খবরের ভিত্তি পুলিস মহারাজগঞ্জ লালমাটিয়া এলাকায় হানা দেয়। অভিযোগ সেখানে তখন চলছিল ড্রাগস বিক্রি। পুলিসের আঁচ পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিস ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়েছে পূর্ব আগরতলা থানার পুলিস। একথা জানান সদর মহকুমা পুলিস আধিকারিক দেব প্রসাদ রায়।

Related posts

Emergency was a direct attack on Constitution, democracy: CM

জরুরি অবস্থা ছিল সংবিধান ও গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ: মুখ্যমন্ত্রী