আগরতলা : রাজধানীর কলেজ টিলাস্থিত পূর্ত দপ্তরের অফিসে ডেপুটেশান প্রদান করল সিপিআইএম। সোমবার সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়। সিপিআইএম পূর্ব অঞ্চল কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল এইদিন কলেজ টিলাস্থিত পূর্ত দপ্তরের অফিসে গিয়ে এই ডেপুটেশান প্রদান করে। এলাকার বেহাল রাস্তাঘাট সংস্কার সহ স্থানীয় একাধিক সমস্যা নিয়ে এইদিনের ডেপুটেশান প্রদান। ডেপুটেশান প্রদানের পরে প্রতিনিধি দলের এক সদস্য জানান রাজধানীর জেল রোডস্থিত রাস্তার অবস্থা এতটাই বেহাল যে চলাচলের অযোগ্য। ধলেশ্বর এলাকার বিভিন্ন রাস্তা ঘাটের অবস্থা বেহাল। সরকার রাস্তা গুলি সংস্কারের কোন উদ্যোগ না নিয়ে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। তাদের দাবি অবিলম্বে আগরতলা শহরের বেহাল রাস্তা গুলি সংস্কার করা হোক।
কলেজ টিলাস্থিত পূর্ত দপ্তরের অফিসে ডেপুটেশান প্রদান করল সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি
40