আগরতলা : নব রূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে সাংসদ থেকে শুরু করে মন্ত্রী বিধায়করা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এইদিন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথের সুরে সুর মিলিয়ে মন্ত্রী সুধাংসু দাস বলেন নব রাত্রির প্রথম দিনে রাজ্যে এসে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে করে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আগামিদিনে দেশ বাসির দৃষ্টি আকর্ষণ করবে। এতে করে আরও বেশি করে মানুষ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসবে। এইদিন নব রূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনি অনুষ্ঠানে সাধারন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আগামিদিনে দেশ বাসির দৃষ্টি আকর্ষণ করবেঃমন্ত্রী সুধাংশু দাস
49