আগরতলা : সংস্কারের পর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল নতুন রূপে সজ্জিত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের অভয়নগর শাখার। মঙ্গলবার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ত্রিপুরা রিজিওন-এর জেনারেল ম্যানেজার সুরেন্দ্র কুমার নয়ডার, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা সহ অন্যান্যরা। উল্লেখ্য ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের অভয়নগর শাখাটি দীর্ঘ দিনের পুরানো। এই শাখাটির সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। সম্প্রতি শাখাটির সংস্কার করা হয়। সংস্কারের কাজ শেষ হওয়ার শাখাটিকে নতুন ভাবে সাজানো হয়। এবং নতুন রূপে সজ্জিত শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে অতিথিরা বলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের অভয় নগর শাখাটি বেসরকারি কোন ব্যাঙ্কের থেকে কম নয়। গ্রামীণ ব্যাঙ্কে সকল ধরনের সুবিধা রয়েছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক কোন অংশে পিছিয়ে নেই।
নব রূপে সজ্জিত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অভয়নগর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল
44