ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ উপাচার্যের কাছে ডেপুটেশন এবিভিপি-র

আগরতলা : অকৃতকার্য হওয়া পড়ুয়াদের পুনরায় একটি পরীক্ষার মাধ্যমে সুযোগ করে দেওয়ার দাবিতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
চলতি শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সরকারি মহাবিদ্যালয় গুলিতে নতুন জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই অবস্থায় বিভিন্ন সরকারি ডিগ্রি কলেজ গুলিতে পাঠরত বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশাল অংশ বিভিন্ন বিষয়ে বেক পেয়েছে এবছর আবার অনেকে অনুত্তীর্ণ হয়েছেন। বিশেষ করে প্রথম সেমিস্টারে। রাজ্যের বর্তমান কলেজ গুলিতে পরিকাঠামো সহ বিভিন্ন বিষয় চিন্তা করে অকৃতকার্য ছাত্র ছাত্রীদের জন্য আরেকটি পরীক্ষা নেওয়ার দাবি জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মঙ্গলবার সংগঠনের তরফে পড়ুয়ারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ স্থল থেকে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন উপাচার্যের সঙ্গে। উপাচার্য বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছেন। আশ্বাস পেয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা বিক্ষোভ প্রত্যাহার করে নেন।

Related posts

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস

১৫ ডিসেম্বর দিল্লির যন্তর-মন্তরে গণধর্না আই.পি.এফ.টি-র