মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হল SFI ও TSU

oplus_136314880

আগরতলা : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফ্রি স্ট্রাকচার বৃদ্ধির প্রতিবাদে শিক্ষা দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন SFI ও TSU-র। শুক্রবার SFI ও TSU-র কর্মী সমর্থকরা প্রথমে মিছিল করে শিক্ষা ভবনের সামনে যায়। তারপর তারা শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করতে চায়। কিন্তু শিক্ষা অধিকর্তা তাদের সাথে সাক্ষাৎ করেন নি। তখন SFI ও TSU-র কর্মী সমর্থকরা শিক্ষা দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখতে শুরু করে। খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পশ্চিম থানার ওসি বিক্ষোভকারিদের সাথে দফায় দফায় কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। কিন্তু SFI ও TSU-র কর্মী সমর্থকরা শিক্ষা অধিকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন জারি রাখে। এসএফআই-র নেতৃত্বরা জানান ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার। রাজ্যের ছাত্র-ছাত্রিদের থেকে অর্থ আদায় করে সরকারি কোষাগার বৃদ্ধি করা হচ্ছে। অযোক্তিক কারন দেখিয়ে মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধি করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় SFI ও TSU আন্দোলন জারি রাখবে। এসএফআই ও টিএসইউ সর্বদা ছাত্র-ছাত্রিদের পাশে ছিল, রয়েছে এবং আগামিদিনেও থাকবে বলে জানান নেতৃত্বরা।

 

 

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল