2      
 আগরতলা : এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় ১৪৫ তম বার্ষিক কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির। ২২ অক্টোবর থেকে শুরু হয় এই শিবির। বৃহস্পতিবার ১০ দিন ব্যাপী এই শিবির সমাপ্ত হয়। এইদিন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর CEO কর্নেল সি রাজশেখর, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। ১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে ত্রিপুরা ও আসাম থেকে মোট ২৭৭ জন ক্যাডেট অংশগ্রহণ করে। ১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে এনসিসি ক্যাডেটদের মিলিটারি প্রশিক্ষণ দেওয়া হয়।
 
  
 
