নিজ বিধানসভা কেন্দ্রে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা : টাউন বড়দোয়ালি নিজ বিধানসভা কেন্দ্রেই বসে কার্যকর্তাদের উদ্দেশ্যে রাখা প্রধান মন্ত্রীর বার্তা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।মাসব্যাপী দেশের বিভিন্ন জায়গার সঙ্গে রাজ্যেও কর্মসূচী নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর পূর্তিতে। রাজ্যেও চলছে প্রতিটি বিধানসভা এলাকায় কর্মসূচী।মঙ্গলবার প্রধান মন্ত্রী ভূপাল থেকে আমার বুথ সবচেয়ে মজবুত কর্মসূচীতে অংশ নিয়ে সারা দেশের কার্যকর্তাদের উদ্দেশ্য বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। রাজ্যেও প্রধান মন্ত্রীর এই বক্তব্য ৩৩২৮ টি বুথে বসে শুনেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা যান নিজ কেন্দ্রের অরুন্ধতিনগর কমিউনিটি হলে। সেখানে দলের প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, পাপিয়া দত্ত, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যরাও ছিলেন প্রধানমন্ত্রীর সেই বক্তব্য শোনার জন্যে।আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখেও বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর আলোচনায় উঠে আসে।

Related posts

CM stresses school-level awareness to combat HIV cases

শ্রেণিকক্ষেই দেশের ভবিষ্যৎ নির্মিত হয়: বিদ্যুৎ মন্ত্রী

এইচআইভি/ এইডস মোকাবিলায় আরো স্ক্রিনিং বৃদ্ধি করতে হবে: মুখ্যমন্ত্রী