তৃতীয় ডিভিশন ফুটবলে এ গ্রুপে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এলো জম্পুইজলা প্লে সেন্টার

আগরতলা : তৃতীয় ডিভিশন ফুটবলে এ গ্রুপে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এলো জম্পুইজলা প্লে সেন্টার। মঙ্গলবার এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় আনন্দ ভবন ও জষ্পুইজলা প্লে সেন্টার। ম্যাচে ২-১ গোলের ব্যবধানে আনন্দ ভবনকে পরাজিত করে এ-গ্রুপে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসলো জষ্পুইজলা প্লে সেন্টার। এদিনের ম্যাচে মুখোমুখি হওয়া উভয় দলের সংগ্রহে রয়েছে নিজেদের ৩ ম্যাচে ১ টি ম্যাচ ড্র,১ টি ম্যাচ জয়ী ও ১ টি ম্যাচ পরাজিত হয়ে ৪ পয়েন্ট।

Related posts

সুপার ডিভিশন চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন ব্লাড মাউথ রানার্স সংহতি ক্লাব

১৪ তম ফেডারেশন কাপে স্বর্ণপদক রাজ্যের মেয়ে রীতা নাগের

ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হল অস্মিতা সিটি লীগের